কঙ্কাবতী কল্পবিজ্ঞান লেখেনি
- bardhansumitkumar
- Dec 25, 2021
- 1 min read
Updated: Jan 7, 2022
বিদেশী কল্পবিজ্ঞানে লেখকদের পাশাপাশি লেখিকাদের অবদানও কম নয় । মার্গারেট অ্যাটউড, উরসুলা লে'গুইন থেকে শুরু হয়ে

চেরি প্রিস্ট, একাটেরিনা সেডিয়া পার হয়ে সাম্প্রতিক কালের মার্থা ওয়েলস এবং আর্কাডি মার্টিন অবধি তাঁদের নামের তালিকার দৈর্ঘ্যটা বড় একটা কম নয় । বহু পুরষ্কৃত এই সব লেখিকাদের শক্তিশালী কলম কল্পবিজ্ঞানকে করে তুলেছে আরো সমৃদ্ধ । বাংলা কল্পবিজ্ঞানের আঙিনায় লেখিকাদের উপস্থিতি সে তুলনায় অনেকটাই কম । এই পরিপ্রেক্ষিতে অঙ্কিতা, যশোধরা রায়চৌধুরী ও দীপ ঘোষ সম্পাদিত কেবলমাত্র লেখিকাদের গল্পের সংকলন, "কঙ্কাবতী কল্পবিজ্ঞান লেখেনি " বইটি সেই শূন্যস্থান পূর্ণ করার জন্যে একটি জরুরী পদক্ষেপ । আশা করব টিম কল্পবিশ্ব ভবিষ্যতেও তাঁদের এই প্রয়াস জারী রাখবেন ।
#কল্পবিজ্ঞানের_বই
Comentarios